13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চুল কি সময়ের আগেই পাকছে?

admin
July 24, 2016 12:29 pm
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: অধিকাংশের ক্ষেত্রে চুল পাকা শুরু হয় ৩০ বছরের কিছু আগে থেকে। তবে অনেকের বেলায় চুল এতটাই পাকে যে এটা খুব বিব্রতকর অবস্থা তৈরি করে। বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকবে, এটা তো স্বাভাবিক। তবে খুব বেশি বয়স না হওয়ার আগেই চুল পাকা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

ধূমপান, মানসিক চাপ, ঘুমের অসুবিধা ইত্যাদি চুলের অকালপক্বতার জন্য অনেকটাই দায়ী। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো মেনে চললে চুলের অকালপক্বতা অনেকটাই প্রতিরোধ করা যায়।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. আমলকী

আমলকী খাওয়া এবং চুলে লাগানো চুলের অকালপক্বতা দূর করতে কাজ করে।

. নারকেল তেল

নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে সাহায্য করে; রক্ত সঞ্চালন ভালো করে। চুলে নারকেল তেলের নিয়মিত ব্যবহার অকালপক্বতা প্রতিরোধে কাজ করে।

. মেহেদি অথবা হেনা

মেহেদি ও হেনা চুল কালো রাখতে বেশ উপকারী। এটি চুলে কন্ডিশনারের মতো কাজ করে। তাই চুলে প্রায়ই এগুলো লাগাতে পারেন।

. আদা

প্রতিদিন এক টেবিল চামচ মধুর সঙ্গে আদা মিশিয়ে খাওয়া চুলের রংকে স্বাভাবিক রাখতে কাজ করে। তাই চুলের অকালপক্বতা রোধে এটিও খেতে পারেন।

http://www.anandalokfoundation.com/