13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র রমজান শুরু মধ্যপ্রাচ্যে, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সন্ধ্যায়

Rai Kishori
April 24, 2020 3:07 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তারা শুক্রবার থেকে রোজা রাখা শুরুর ঘোষণা দিয়েছে। খবর ইউএনবির।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আজ শুক্রবার থেকে রমজান মাস পালনের তথ্য জানিয়েছে। এছাড়াও এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও রমজান মাসের রোজা শুরু হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মিসর। এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

http://www.anandalokfoundation.com/