কুশল বরণ চক্রবর্তীর উপর মব হামলা । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর পদন্নোতিতে বোর্ড বসানোর ঘটনায় ক্ষুব্ধ মব সৃষ্টি করে হামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভের মুখে প্রশাসনিক ভবনে তালা দিলে উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে কর্তৃপক্ষ বোর্ডটি প্রত্যাহার করেছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরে সাড়ে তিনটার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা দেন। এ সময় শিক্ষার্থীদের মুখে শোনা যায়- ‘বাহ! ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার’; ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান।
গতবছর অক্টোবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে মৌলবাদী একটি গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (পিউট্যাব)এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তারা ঘটনাটিকে দেশের অসাম্প্রদায়িক চর্চার প্রতি ঘৃণার প্রকাশ হিসেবে উল্লেখ করে ওই শিক্ষকের জীবনের নিরাপত্তা চেয়েছেন।
গতবছর ২৬ অক্টোবর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর উপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-এর আয়োজন করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল বরণ চক্রবর্তী। ‘ভারতের প্রেসক্রিপশনে’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার গ্রেপ্তারও দাবি করেছিলেন তারা। কুশল বরণ চক্রবর্তীকে ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সমর্থক এবং র-এর এজেন্ট বলে অভিযোগ করা হয়।