13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি -প্রধানমন্ত্রী

Rai Kishori
October 9, 2019 4:46 pm
Link Copied!

দেশের প্রাকৃতিক গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আমেরিকা ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে সম্মেলনে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সীমান্তবর্তী নদীতে দুই দেশেরই অধিকার থাকে। পান করার জন্য খুব সামান্য পরিমাণ পানি দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বুয়েট একটা স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়। সরকার সেখানে ফান্ড দেয়। কিন্তু হস্তক্ষেপ করে না। তারা চাইলে সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে। এতে তাদের বিষয়। তবে আমি মনে করি, ছাত্ররাজনীতি থাকলে তাদের দেশের প্রতি আরও মমত্ব জাগবে।

শেখ হাসিনা বলেন, একেকটা ছাত্রের পেছনে কয়েক লক্ষ টাকা খরচ করে সরকার। মেধাবি তৈরির জন্য এতো টাকা খরচ করা হয়। মাস্তানি করার জন্য তো এসব টাকা দেয়া হয় না।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করে দেবে-এ হতে পারে না। দেশের গ্যাস বিক্রি করা হচ্ছে না। আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হবে।

তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি দেশের প্রাকৃতিক গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে।

http://www.anandalokfoundation.com/