গৌরনদী উপজেলার ৩টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ০৫-১১ বছর বয়সী স্কুলগামী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম রাউন্ড টীকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি শিশুকে ফাইজারের টিকা প্রদান করা হয়।
আজ বুধবার সকাল ৯.০০ ঘটিকায় গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদানের মাধ্যমে শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা বৃন্দ। এ সময় শিশুদের যত্নের সাথে টিকা প্রদান করা হয় । প্রথম টিকা নেওয়ার ৫৬ তম দিনে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।