14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই: খন্দকার মাহবুব

admin
January 26, 2018 12:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ হয়নি।

খালেদা জিয়ার মামলার রায়ের তারিখ ঘোষণা প্রসঙ্গে বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, কুয়েত থেকে ব্যক্তিগত তহবিলে এ টাকা এসেছে। পরে টাকা দুই ভাগ হয়ে একটি বগুড়ায়, অন্যটি গিয়েছে খুলনায়।

তিনি বলেন, কোনো ট্রাস্টের ব্যাপারে অভিযোগ থাকলে তা ট্রাস্টের আইনে মামলা হতে পারে, দুদকের মামলা করার কথা নয়। তাছাড়া এ ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এমনকি রাষ্ট্রপক্ষ তার জড়িত থাকার কোনো সাক্ষ্য প্রমাণও দেখাতে পারেননি। তারপরও খালেদা জিয়াকে সাজা দেওয়া হলে তা হবে সম্পূর্ণ বেআইনি। তাহলে ধরে নেয়া হবে রায় পূর্বনির্ধারিত ছিল।

দেশের চলমান পরিস্থিতিকে আরও কঠিন করার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলার বিষয়বস্তু দেশের জনগণ ইতিমধ্যে জেনে গেছে। খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে রাজনীতি থেকে সরিয়ে ক্ষমতাসীন দল রাজনীতি করবেন তা হবে না।

সাজা দেয়া হলে রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

http://www.anandalokfoundation.com/