14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-২ আসনের পুর্নবিন্যাস বাতিল চাইলো এলাকাবাসী

সুমন দত্ত
August 13, 2025 10:22 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-২ সংসদীয় আসনের পুর্নবিন্যাস বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে হোমনা ও মেঘনা উপজেলার নাগরিক সমাজ। রোববার (১০ আগস্ট ২০২৫) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সেখানকার স্থানীয়রা।

হোমনা ও মেঘণা উপজেলার এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল মোহাম্মদ আবুল বাশারসহ অন্যরা।

তারা বলেন, কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা বিদ্যমান হোমনা-মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা-তিতাস উপজেলার সমন্বয়ে এবং মেঘনা উপজেলাকে হোমনার পরিবর্তে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে দাউদকান্দি- মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে। যার সঙ্গে একমত নন এলাকাবাসী।

তারা বলেন, কুমিল্লা-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মেঘনা উপজেলাটি ১৯৫৪ সন থেকে ১৯৯৮ সন পর্যন্ত হোমনা উপজেলার অংশ ছিল এবং পরবর্তীতে প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের ধারা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সনে হোমনা উপজেলার ৪টি ইউনিয়ন এবং দাউদকান্দি উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে বর্তমান মেঘনা উপজেলা গঠিত হয় এবং উপজেলা গঠনের পর থেকেই মেঘনার প্রশাসনিক কাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা মূলত হোমনাকে কেন্দ্র করেই গড়ে ওঠে।

দুই উপজেলার স্থানীয় জনমতের স্পষ্টতা ও জনগণের সম্মিলিত দাবি, সামাজিক ও সাংস্কৃতিক সাযুজ্য, রাজনৈতিক বৈচিত্র্য ও নেতৃত্বের বিকাশে সহায়ক অনুঘটক, জাতীয় রাজনীতির প্রতি আস্থা, চলমান উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষায় পূর্বের সীমানা বহাল রেখে কুমিল্লা-২ আসন ঘোষণা করা হোক।

বর্তমানে এই আসন থেকে মেঘণা উপজেলাকে আলাদা করে ফেলা হয়েছে। ২০০৬ সনে দাউদকান্দি উপজেলা থেকে এককভাবে ৫টি ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা নামে আরো একটি পৃথক উপজেলা গঠিত হয় এবং দাউদকান্দি উপজেলার সাথে তিতাস উপজেলার প্রশাসনিক সুবিধা এবং আঞ্চলিক অখণ্ডতা এখনো বজায় থাকা সত্ত্বেও মইনউদ্দিন-ফকরুদ্দিন সরকারের তৎকালীন নির্বাচন কমিশন শুধুমাত্র ২/৩ জন প্রভাবশালী ব্যক্তিকে অন্যায় সুবিধা দেওয়ার লক্ষ্যে আইনের ব্যতয় ঘটিয়ে হোমনা- মেঘনা উপজেলার মানুষের সুদীর্ঘ ৫০ বছরের অধিক সময়ের গভীর বন্ধনকে ভেঙ্গে ২০০৮ সনের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নবসৃষ্ট তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সাথে এবং মেঘনা উপজেলাকে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে।

যদিও দাউদকান্দি ও মেঘনা উপজেলার মধ্যে নেই কোনো সেতুবন্ধন, ভৌগোলিকভাবে রয়েছে কাঁঠালিয়া, গোমতী ও মেঘনা নদীর বিশাল বিভাজন। ফলে মেঘনার জনসাধারণ প্রশাসনিক সেবা গ্রহণে হোমনার ওপরই নির্ভরশীল ছিল। দেড় দশকের বেশি সময় ধরে এই অস্বাভাবিক কাঠামোতে মেঘনার মানুষ পড়েছিল এক ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক অবহেলার মধ্যে। ফলে তৎকালীন কমিশনের এরুপ অনাকাঙ্ক্ষিত ও অযাচিত সিদ্ধান্তে হোমনা- মেঘনা অঞ্চলের সর্বস্তরের জনগণ চরমভাবে ক্ষুব্দ, হতাশ ও অত্যন্ত ব্যথিত হয়।

পরবর্তীতে হোমনা-মেঘনার স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারন এই অনাকাঙ্ক্ষিত সীমানা পরিবর্তনের বিরুদ্ধে এবং হোমনা-মেঘনা সংসদীয় আসন পূনর্বহালের লক্ষে নির্বাচন কমিশন বরাবরে আবেদন-নিবেদন করিলে নির্বাচন কমিশন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন-২০২১ এর ৬(২) ধারার আলোকে ভৌগলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা, জনগনের যাতায়তের সুবিধা-অসুবিধা ও সামাজিক বন্ধন ইত্যাদি বিষয় সমূ বিবেচনা করে বিগত ০১/০৬/২০২৩ তারিখে পুনরায় হোমনা ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-২ সংসদীয়

প্রতীক। তাই নির্বাচন কমিশন যদি উপরোক্ত বাস্তব অবস্থাগুলো বিবেচনায় না নিয়ে মেঘনা উপজেলাকে হোমনা উপজেলার পরিবর্তে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ৬(২) ধারায় উল্লেখিত শর্তসমূহ যথা প্রশাসনিক সুবিধা ও নির্বাচনী এলাকার ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘিত হবে।