14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজারের একটি ফার্মেসী ও এক সার কীটনাশক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এ সময় জেলা ঔষুধ তত্ত¡াবধায়ক ও কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারের মর্ডান ফার্মেসীতে অনুমোদনহীন ভারতীয় ঔষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে মঙ্গলবার উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। রিফাত এন্টারপ্রাইজ এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করার অবিযোগে এ জরিমানা করা হয়।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিয়মিত বিভিন্ন ফার্মেসীতে অনুমোদন বিহীন ঔষুধ, ভেজাল ঔষুধ, স্যাম্পল ঔষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে।