× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যসহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
কালীগঞ্জে ছয় লেন

প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির মৌজা মূল্য মানি না। মহাসড়ক প্রসস্থ্য হোক আমরা তা চাই, কিন্তু আমাদেরকে জমির বর্তমান প্রকৃত বাজার মূল্য দিতে হবে। এমন দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ -যশোর ৪৭ কিলোমিটার ছয়লেন সড়কের দু’ধারের অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার মালিকগন মানববন্ধন করেছে।

সোমবার সকালে শহরের মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় জমি মালিকগনের মধ্যে বক্তব্য রাখেন, নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন ও তৌহিদুল ইসলাম তোহিদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্থ্য জমি মালিকেরা জানান, গত প্রায় ৩ বছর হল নির্মানাধীন ছয়লেন মহাসড়ক নির্মানের জন্য ভূমি অধিগ্রহনের কাজ চলছে। কিন্তু, এখনো জমি বা স্থাপনা বাবদ কোন অর্থ প্রদান করা হয়নি। তারা শুনেছেন সরকার ৪০/৫০ বছর আগের জমির মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসবে।

মাহমুদ রায়হান লাল্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আরো বলেন, মেইন বাসষ্টান্ডে ফ্লাইওভার করা হলেও ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রণ করা বন্ধ করতে হবে। সেই সাথেই অধিগ্রহণকৃত তাদের জমির উপর অবস্থিত স্থাপনার আংশিক ক্ষতি-পূরণ তারা মানবে না। তাদের দাবী বিগত ফ্যাসিষ্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে সংযুক্ত করা জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের জমি নিয়ে অথবা পরিত্যক্ত গোডাউনের যায়গায় সড়ক নির্মাণ করার দাবী জানান। সেইসাথেই প্রয়োজনীয় জমি থেকে বেশি জমি অধিগ্রহণ বন্ধ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..