× Banner
সর্বশেষ
বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত ঝিনাইদহে অন্তঃসত্ত¡া নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত ঝনাইদহে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও উপদেষ্টা পাঠকের হৃদয়ে মুক্তিযুদ্ধ’ শিরোনামে বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠ অনুষ্ঠিত মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লাখ টাকা জব্দ নবীগঞ্জের আদিত্যপুরের শ্যামল চক্রবর্তী আয়োজনে ষোল প্রহব্যাপী সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম  ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

আগৈলঝাড়া কারিতাসের ত্রাণ বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০
কারিতাসের ত্রাণ বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা॥  বে সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ মহামারি প্রার্দুভাব করোনা ভাইরাসকালীন সময়ে কর্মহীন ও অসহায় পরিবারদের সহায়তা দিতে বরিশাল কারিতাস আঞ্চলিক কার্যালয়ের আওতায় আগৈলঝাড়া উপজেলার প্রতি ইউনিয়নে ১৬ জন করে ৫ ইউনিয়নে সর্ব ৮০ জন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

চাল, ডাল, চিনি, সাবান ও করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স সহ অন্যান্য উপকরণ ক্রয়বাবদ প্রতিজনকে ২২৫০/- টাকা নগদ অর্থ বিতরণ করে সংস্থাটি।

আজ বুধবার উপজেলার আহুতি বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী এ ত্রাণ সহায়তা বিরতল করেন।

এসময় উপস্থিত ছিলেন কারিতাস সুফল ২ প্রকল্পের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, মিঃ নোভেল ও সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), এছাড়া বাগধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান আনিুল ইসলাম বাবুল ভাট্টি, ইউপি সদস্য অশোক হালদার, মিথুন মিয়া, কালাম হাওলাদার ও নারী সদস্য কালা বৌ ও রতœপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান মোঃ মোস্তফা হাওলাদারের উপস্থিতিতে কারিতাসের প্রতিনিধিরা ত্রাণ বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..