আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা॥ বে সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ মহামারি প্রার্দুভাব করোনা ভাইরাসকালীন সময়ে কর্মহীন ও অসহায় পরিবারদের সহায়তা দিতে বরিশাল কারিতাস আঞ্চলিক কার্যালয়ের আওতায় আগৈলঝাড়া উপজেলার প্রতি ইউনিয়নে ১৬ জন করে ৫ ইউনিয়নে সর্ব ৮০ জন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
চাল, ডাল, চিনি, সাবান ও করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স সহ অন্যান্য উপকরণ ক্রয়বাবদ প্রতিজনকে ২২৫০/- টাকা নগদ অর্থ বিতরণ করে সংস্থাটি।
আজ বুধবার উপজেলার আহুতি বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী এ ত্রাণ সহায়তা বিরতল করেন।
এসময় উপস্থিত ছিলেন কারিতাস সুফল ২ প্রকল্পের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, মিঃ নোভেল ও সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), এছাড়া বাগধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান আনিুল ইসলাম বাবুল ভাট্টি, ইউপি সদস্য অশোক হালদার, মিথুন মিয়া, কালাম হাওলাদার ও নারী সদস্য কালা বৌ ও রতœপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান মোঃ মোস্তফা হাওলাদারের উপস্থিতিতে কারিতাসের প্রতিনিধিরা ত্রাণ বিতরণ করেন।