13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কারাম উৎসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখে -খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
September 24, 2021 6:38 pm
Link Copied!

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কারাম উৎসবের আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, ধর্মীয় আচার পালন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ সংস্কৃতি প্রসারে কাজ করছে সরকার।

গতকাল নওগাঁর সাপাহার উপজেলার মদনসিং বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কারাম উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

কারাম উৎসবকে কেন্দ্র করে মদনসিং মাঠ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মিলনমেলায় পরিণত হয়। মুখরিত হয়ে ওঠে তাদের দলভিত্তিক পরিবেশনা। এ বছর প্রথমবারের মতো আয়োজন করা হয় কারাম উৎসবের।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কারাম উৎসবে একজন পুরোহিত নতুন প্রজন্মের কাছে রূপকথা তুলে ধরেন। এরপর উপবাস থাকা নারীরা পরস্পরকে খাবার আমন্ত্রণ জানিয়ে উপবাস ভাঙ্গেন। পরে বেদিতে রাখা কারাম ডালের চারপাশে নৃত্য পরিবেশন করেন আদিবাসী তরুণীরা।

http://www.anandalokfoundation.com/