× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

কল্পনার রোবটকে বাস্তবে রূপ দিয়েছে বলিভিয়ার একটি তরুণ

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ডিজনির জনপ্রিয় এনিমেশন ছবি ওয়াল ই’র কথা হয়তো অনেকেরই মনে আছে। ময়লা আবর্জনা আর ফেলে দেয়া বস্তু দিয়ে বানানো এক রোবটের গল্প নিয়ে তৈরি ওই ছবিটিকে এখনও বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এনিমেশন ছবিগুলোর একটি।

আর অবিশ্বাস্য হলেও সত্যি, রুপালি পর্দার কল্পনার জগতের ওই রোবটটিকে এবার বাস্তবে রূপ দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার একটি তরুণ।

ছবির কাহিনীর মতোই ফেলে দেয়া বস্তু দিয়ে অবিকল ওয়াল ই রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। চলুন দেখে আসি কেমন হয়েছে তার সেই বানানো রোবট ওয়াল ই।

হলুদ রঙের এই রোবটটিকে দেখে হঠাৎ ৭ বছর আগে মুক্তি পাওয়া এনিমেশন ছবি ওয়ালি’র দৃশ্য মনে হলেও বাস্তবে এটি একটি সত্যিকারের রোবট। ছবির কাহিনীর মতোই ১৭ বছর বয়সী বলিভিয় তরুণ এস্তেবান কুইসপে চুরা এটি তৈরিও করেছেন ফেলে দেয়া সব বস্তু আর বিভিন্ন বাতিল যন্ত্রাংশ দিয়ে।

মাত্র ৭ বছর বয়সে থেকেই রোবট তৈরির প্রতি আগ্রহ এস্তেবানের। স্কুলে থাকতে ১২ বছর বয়সে বিভিন্ন বাতিল যন্ত্রাংশ দিয়ে ছোট্ট একটি মাকড়শার রোবট তৈরি করে যাত্রা শুরু। এরপর একে একে বানিয়েছেন ছোট বড় ২০টির মতো রোবট। তবে, তার সবশেষ সৃষ্টি ওয়াল ই রোবট তৈরি করতে গিয়ে এস্তেবানকে বিসর্জন দিতে হয়েছে তার বেশিরভাগ রোবটকেই।

এস্তেবান কুইসপে চুরা বলেন, ‘আমি সবসময় চেয়েছি আমার তৈরি রোবটগুলো যেন মানুষের কাজে আসে এবং এগুলো বিক্রি করে আমি যেন আয় করতে পারি। আমি যখন খুব ছোটবেলায় মাকড়শার রোবটটি বানাই তখন অনেকেই আমাকে বলেছিল আমার এই রোবটটি হাটতে পারবে কিনা। তখন থেকেই আমি বিভিন্ন ইলেকট্রনিক্স ও ধাতুর বাতিল যন্ত্রাংশ খোঁজা শুরু করি।’

ওয়াল ই এ পর্যন্ত এস্তেবানের তৈরি সবচেয়ে অত্যাধুনিক রোবটগুলোর একটি যা বিভিন্ন গৃহস্থালি এবং কৃষিকাজ করতে সক্ষম। ভবিষ্যতে, পরিবেশ ও মানুষের নানা সমস্যা সমাধানে সক্ষম এমন রোবট তৈরির স্বপ্নের কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো মানুষের কাজে আসে এমন পরিবেশ বান্ধব রোবট তৈরি করা যেগুলো বিশ্বব্যাপী অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। এছাড়াও, মানুষকে রোবট তৈরির ওপর প্রশিক্ষণও দিতে চাই আমি।’

এস্তেবান স্বপ্ন দেখেন তার তার তৈরি রোবট একদিন মানুষের নানা কাজে আসবে। রোবট তৈরির একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে সে। আর এই স্বপ্ন পূরণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোবটিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে উচ্চ শিক্ষা অর্জনে লা পাজ বিশ্ববিদ্যালয়ে পাড়ি জামতে যাচ্ছেন এস্তেবান।


এ ক্যটাগরির আরো খবর..