13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে পৃথক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪

admin
April 4, 2016 6:33 pm
Link Copied!

ইরাকের বিভিন্ন এলাকায় পৃথক বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (০৪ এপ্রিল) দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ইরাকের বাসরায় ৫জন, বাগদাদের উত্তরে অবস্থিত মাশাদদাহ শহরে পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) গাড়ি বহরে হামলায় পাঁচজন, দেশটির উত্তরে অবস্থিত নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচজন, বাগদাদের দক্ষিণে অবস্থিত একটি রেস্টুরেন্টের পাশে হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

এসব এলাকায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে বলে খবরে জানানো হয়েছে।

এছাড়া ইরাকের আল আনবার প্রদেশে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির দু’জন সামরিক কর্মকর্তা, আবু ঘরাইব জেলায় নিহত হয়েছেন দু’জন এবং বাগদাদের দক্ষিণে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেনেআরও একজন।

শিয়া মিলিশিয়া এবং দেশটির সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে এ হামলাগুলো চালানো হয়।

এদিকে এসব ঘটনায় আহত কমপক্ষে ৬০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এক বিবৃতিতে হামলাগুলোর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস

http://www.anandalokfoundation.com/