13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র চলছে: ন্যাপ

admin
February 21, 2016 12:06 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ নেতারা দাবি করেছেন, ‘এখন ভাষা আন্দোলনের ইতিহাসকেও বিকৃতি করার ষড়যন্ত্র চলছে।’

তাদের মতে, ‘খুঁটিবিহীন ঘর যেমন টিকে থাকে না, তেমনই বিকৃত ইতিহাসও টিকে থাকতে পারে না। ইতিহাসে যার যা অবদান তাকে সেই স্বীকৃতি দিতে হবে। কারণ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।’

‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ‘ডিমলা ভবনে’ আয়োজিত এক আলোচনা সভায় ন্যাপ নেতারা এসব কথা বলেন। ন্যাপ ডিমলা উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

উপজেলা ন্যাপের আহ্বায়ক শাহ আজিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান ও ২০ দলীয় জোটনেতা জেবেল রহমান গাণি। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

জেবেল রহমান গাণি বলেন, ‘বাংলাদেশকে রাজনৈতিকভাবে পরাধীন করার ষড়যন্ত্র চলছে। চারদিকে দুর্নীতির মরণব্যাধি ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রহীন রাষ্ট্রে এখন একদলীয় শাসনের প্রচেষ্টা চলছে। ভাষা শহীদদের স্বপ্ন আজ পদদলীত, লাঞ্চিত, অবহেলিত। ইতিহাসের সকল কৃতিত্ব এক ব্যাক্তিকে দিতে যেয়ে চলছে মিথ্যাচার।’

তিনি বলেন, ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীকে আজ ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। যা কখনো সম্ভব নয়। ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ নির্মাণ কোথাও থেকে মওলানা ভাসানীকে বাদ দেওয়া সম্ভব নয়।’

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বর্তমানে দেশে যে ইতিহাস রচনার চেষ্টা চলছে তা হলো সন্তান জন্মের ভ্রুণ সৃষ্টির কথা নেই, নেই পিতা-মাতার কথা। শুধু সন্তান জন্মের পরের কথা দিয়ে ইতিহাস নির্মাণ চলছে। যা কখনো টিকে থাকতে পারে না। আর বিকৃত ইতিহাস নির্মাণের কাজ করছেন এক ধরণের বুদ্ধিজীবীরা যারা দলীয় সুবিধাভোগী শ্রেণি। এই শ্রেণি হচ্ছে দেশ-জাতির কলঙ্ক।’

সভায় আরো বক্তব্য রাখেন নীলফরামী জেলা সদস্য ওয়াহেদুর রহমান, উপজেলা সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মোয়াজ্জেম হোসেন দুদু, সদস্য মহিবুল ইসলাম বিপুল, সত্যেন রায়, যুব ন্যাপ আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব নুর আলম, স্বেচ্ছাসেবক ন্যাপ আহ্বায়ক আমিনুর রহমান লাইজু, সদস্য সচিব বেলাল হোসেন প্রমুখ।

http://www.anandalokfoundation.com/