গত দেশে ২৪ ঘণ্টায় ৭৪ টি পরীক্ষাগারে ১৫৬৭২ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন এবং এ পর্যন্ত ৮০ হাজার ৮৩৮ জন।
আজ বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬১ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৯৮৮ জন। সুস্থ্য হয়েছে ৬৯ লাখ ১৩ হাজার ৭৯৩ জন। সারাবিশ্বে মৃত্যুর ৭ এবং সুস্থ্যতার হার ৯৩ শতাংশ।