টিডিএস সার্টিফিকেট জমা না দেয়ার কারণে আবার বন্ধ হ্ল টালিগঞ্জে জনপ্রিয় দুটি বাংলা সিরিয়াল রাণী রাসমণি ও দেবী চৌধুরাণীর শ্যুটিং। সাধারন দর্শকদের অনেকে টিডিএস বিষয় টা কি হয়তো বুঝবেন না। তবে এই দুই সিরিয়াল বন্ধ হওয়ার কারণে অনেকের খাওয়া ঘুম সাময়িক বন্ধ হয়ে যাবে।
আজ শনিবার থেকে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রাণী রাসমণি ও স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল দেবী চৌধুরাণীর শুটিং বন্ধ হয়েছে বলে জানা যায়। পারিশ্রমিক বাকি নেই তবে বাকি আছে টিডিএস।
একাধিক সূত্রের খবর অনুযায়ী, পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগেই, বিগত দু’মাসের মধ্যে সুব্রত রায় প্রোডাকশন্সের প্রায় সব ধারাবাহিকই সংশ্লিষ্ট চ্যানেলগুলির হস্তক্ষেপে হস্তান্তরিত হয়ে গিয়েছে জ্যোতি প্রোডাকশন্সের কাছে। কিন্তু হস্তান্তর হলেও বিগত আর্থিক বর্ষের জন্য কলাকুশলীদের টিডিএস সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব পূর্বতন প্রযোজক অর্থাৎ সুব্রত রায়ের।
দীর্ঘদিন ফেলে রাখার পরে শুক্রবার অর্থাৎ ২৩ অগস্ট টিডিএস সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সংস্থার। তা না পেয়েই কিছুদিন আগেই ওই ধারাবাহিকের ইউনিটে বিক্ষোভ দেখা যায়। ব্যাহত হয় শ্যুটিং।