নিউজ ডেস্ক: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আজ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দিয়ে বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও সকল ক্রীড়া প্রতিষ্ঠান পরিচালনার নীতি গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষে প্রতিটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন তারুণ্যের উৎসবের প্রথম পর্বে সারা দেশে প্রায় আড়াই কোটি অংশগ্রহণকারী অংশ নিয়েছিল। আমরা এ পর্বে আরো বেশি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।
উপদেষ্টা আরো বলেন ক্রীড়া ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ, অবকাঠামো, সুযোগ-সুবিধা প্রয়োজন অর্থনৈতিক কারণে সকল চাহিদা সম্পূর্ণরূপে পূর্ণ করা সম্ভব হয় না। এজন্য উপদেষ্টা সকল কর্পোরেট প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামনের দিনগুলোতে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই এবং হাই পারফর্মেন্স ট্রেনিং প্রদান করতে চাই যাতে করে কোন ক্রীড়াবিদ আর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভাব অনুভব না করতে পারে। সেই লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ বছর মেয়াদি ভিশন স্থির করা নিয়ে কাজ করছে। সূত্র প্রেস বিজ্ঞপ্তি