13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আনন্দের মধ্য দিয়ে গণিত শিখবে, আর গণিত ভীতি থাকবে না

admin
October 21, 2018 10:32 pm
Link Copied!

প্রসেনজিৎ ঠাকুরঃ  প্রাথমিকে শিশুরা আনন্দের মধ্য দিয়ে গণিত শিখবে, আর গণিত ভীতি থাকবে না.. এটিই হল গণিত অলিম্পিয়াড কৌশলের মূল সুর নিয়ে গণিতের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত হল।

আজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে “গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই” শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. এফ. এম. মনজুর কাদির, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মোঃ গিয়াসউদ্দিন আহমেদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ আকরাম-আল-হোসেন। গণিত অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রথম সোনা জয়ী জাওয়াদ কে প্রাগম এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

http://www.anandalokfoundation.com/