13yercelebration
ঢাকা

আজ ১৪ আগস্ট রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়

ডেস্ক
August 14, 2023 7:46 am
Link Copied!

আজ ১৪ আগস্ট রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ চন্দ্র আজ দিন-রাত কর্কট রাশিতে সঞ্চার করবে। এখানে শুক্রের সঙ্গে চন্দ্রের যুতি তৈরি হয়েছে। জ্যোতিষ মতে চাঁদ ও শুক্র মিলে কলাত্মক যোগ তৈরি করেছে। চন্দ্রের গোচর ও কলাত্মক যোগের শুভ প্রভাব দেখা দেবে সমস্ত রাশির জাতকদের ওপর। রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়

​​​মেষ রাশিফল​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি প্রতিকূল ফলদায়ী। আর্থিক ও অন্যান্য বড়সড় পরিকল্পনা ভালো ভাবে চিন্তাভাবনা করে তৈরি করবেন। কারণ লোকসানের সম্ভাবনা রয়েছে। লগ্নি বা লেনদেনের জন্য যার ওপর বিশ্বাস করবেন, তাঁরাই শেষ পর্যন্ত আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। অন্যেরা নিজের উদ্দেশ্যসাধনের জন্য আপনার সঙ্গে মধুর ব্যবহার করবেন। তাড়াহুড়োয় কারও কথা কানে নেবেন না, পড়ে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে লেনদেনে স্পষ্টতা বজায় রাখবেন। টাকাপয়সার কারণে কারও সঙ্গে তর্ক হতে পারে। লাভের চেয়ে বেশি ব্যয় বা লোকসান হবে। তবে এই সম্ভাবনা কমিয়ে দেওয়া যেতে পারে। গৃহস্থ জীবনে কোনও না-কোনও ভাবে লোকসান হওয়ায় সমস্যা বাড়বে। অসুস্থতার কারণে সাহস কমবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

বৃষ রাশিফল​:  বৃষ রাশির জাতকরা ইচ্ছামতো ব্যবহার করবেন। সকলের কথা শুনলেও নিজের মনের মতো কাজ করবেন। তবে আজ যে সিদ্ধান্ত নেবেন, তাতে পরবর্তীকালে হলেও সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে ওঠাপড়া থাকবে। প্রতিযোগিতা বৃদ্ধির ফলে লাভ কমবে। তবে অর্থ আগমনের ফলে প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয় করতে পারবেন। ভবিষ্যত প্রয়োজনের কারণে কারও কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করবেন, তবে এখনই চেষ্টা করবেন না, তা না-হলে হতাশ হতে পারেন। শত্রুদের থেকে সতর্ক থাকবেন। কারণ তাঁরা মুখে মিষ্টি কথা বলে আপনাকে প্রতারিত করার চেষ্টা করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। প্রতি রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

মিথুন রাশিফল​: মিথুন রাশির জাতকরা আজ কঠিন পরিশ্রম করবেন। প্রথম দিকে আলস্য থাকলেও পরে ব্যস্ত হয়ে পড়বেন। দুপুর নাগাদ বিশ্রামের সময় পাবেন না। দৈনন্দিন আয়ের পাশাপাশি পুরনো সওদা বা ঋণের টাকা ফিরে পেতে পারেন। এর জন্য অধিক পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে যে কাজ হাতে নেবেন, তা থেকে কিছুক্ষণের মধ্যে ধন লাভ করতে পারবেন। অনিচ্ছা সত্ত্বেও ঋণ নিতে হতে পারে। কারও প্রতি আপনার মনে রাগ থাকবে। এই রাশির জাতকরা কাঁধ বা পিঠের ব্যথায় কষ্ট পাবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

কর্কট রাশিফল​: কর্কট রাশির জাতকদের মধ্যে দানের প্রবল ইচ্ছা থাকবে। আধ্যাত্মিকতায় রুচি থাকবে, তবে টোনাটোটকায় অধিক বিশ্বাস করবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করার পরও মানসিক শান্তি লাভ করতে পারবেন না। কাজ ও ব্যবসা থেকে প্রত্যাশার চেয়ে কম লাভ অর্জন করতে পারবেন। কিছু সময়ের পর আর্থিক লাভ হওয়ায় সন্তুষ্ট থাকবেন। পরিচিত ব্যক্তির সাহায্যে ভবিষ্যতে বড়সড় লাভ নিশ্চিত হওয়ায় মনে আনন্দ থাকবে। দুপুরের পর কাজে মনোনিবেশ করতে পারবেন না ও দূরের যাত্রার পরিকল্পনা তৈরি করবেন। জরুরি কাজও বিলম্বে সম্পন্ন হবে। পেট জ্বালা ও ব্যথা হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

​​ সিংহ রাশিফল​:  সিংহ রাশির জাতকরা আজ সারাদিন অসুস্থত থাকবেন। কাজে মনোনিবেশ করতে পারবেন না। শারীরিক শিথিলতার কারণে আলস্য থাকবে। সকালে বাড়িতে কারও সঙ্গে বিবাদ হওয়ায় মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে সহকর্মী বা অধঃস্তনদের ওপর নির্ভরশীল থাকবেন। আর্থিক পরিস্থিতি আরও জটিল হওয়ায় সমস্যা উৎপন্ন হবে। সন্ধ্যা আর্থিক লাভের ফলে শান্তি পাবেন। তবে ঋণ গ্রহণ প্রয়োজনীয় হয়ে পড়তে পারে। চাকরিতে অধিক মনোনিবেশ করুন, তা না-হলে কোনও না-কোনও ভাবে লোকসান হতে পারে। ঋণের কারণে কারও সঙ্গে তর্ক হতে পারে। যাত্রা বাতিল করুন। তা না-হলে অর্থের অপব্যয় সম্ভব ও স্বাস্থ্য অবনতি ঘটবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

কন্যা রাশিফল​: কন্যা রাশির জাতকদের জন্য দিন অনুকূল। বাড়ি, কর্মক্ষেত্র– সমস্ত স্থানে জয়লাভ করবেন। বিবাদ সত্ত্বেও জয় লাভের জন্য যে কোনও পন্থা অবলম্বন করতে পারেন। সোজাসুজি কোনও কাজই করাতে পারবেন না, এর জন্য আঙুল বাঁকাতেই হবে। এর ফলে আশপাশের ব্যক্তিরা অত্যন্ত চিন্তিত থাকবেন। চাকরিজীবীরা অপর ব্যক্তির লাভ তোলার চেষ্টা করবেন। মধ্যাহ্ন পর্যন্ত স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু তার পর অসুস্থতা সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৯১শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়কে চাল দান করুন।

তুলা রাশিফল​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়বহুল থাকবে। পারিবারিক সুখ ও ব্যবসা বৃদ্ধির জন্য ব্যয় করতে হবে। সকাল থেকেই কোনও পরিজনরা কোনও জেদ চেপে বসবেন এবং তার জন্য ব্যয় হবে। ব্যবসায় কোনও না-কোনও কারণে ব্যয় সম্ভব। দুপুর পর্যন্ত ব্যস্ততা পূর্ণ দিন। পরিকল্পিত কাজ করে উঠতে পারবেন না। লাভ অর্জন সম্ভব, তবে তা প্রত্যাশা অনুযায়ী হবে না। চোখ বন্ধ করে বিনোদনে ব্যয় করবেন। যার ফলে আর্থিক সমস্যা উৎপন্ন হতে পারে। বাড়িতে কারও স্বাস্থ্যের পিছনে ব্যয় করতে হবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব জপ মালা পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল​: বৃশ্চিক রাশির জাতকদের মন ব্যাকুল থাকবে। সমস্ত কাজে বিলম্ব হবে। পরিশ্রমের চেয়ে বেশি অর্থ প্রত্যাশা করবেন। সাফল্য লাভের পর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে তাড়াহুড়ো করবেন। তবে তা সত্ত্বেও সফল হবেন আপনারা। নিজের কাজ ছেড়ে অন্যের সমস্যা সমাধানে সময় নষ্ট করবেন না। অতিরিক্ত আয়ের জন্য মুখিয়ে থাকসে লোকসান হতে পারে। গাঁটে ব্যথা ও দুর্বলতা সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন করুন।

ধনু রাশিফল​:  ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি অশুভ ফলদায়ী। দিনের শুরু থেকে আর্থিক সমস্যায় জেরবার থাকবেন। নিজের ত্রুটি বা অসাফল্য অন্যের ওপর চাপিয়ে দেওয়ায় বিবাদ উৎপন্ন হবে। বাড়ির মহিলারা সময়ের মধ্যে সমস্ত কাজ পূরণ করবেন। আর্থিক বিষয়ে অসন্তুষ্টি থাকবে। সমাজে মান-সম্মান কমতে পারে। নিজের কাজে মনোনিবেশ করুন। কাউকে যেচে পরামর্শ দেবেন না। প্রয়োজন ছাড়া কোনও বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলবেন না। কর্মক্ষেত্রে ধন লাভ সম্ভব। লগ্নির পূর্বে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ৮৮শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

মকর রাশিফল​:  মকর রাশির জাতকদের ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চাকাঙ্খা বাড়বে। ধৈর্য হারাবেন। অধিক লাভের লালসার কারণে মানসিক দিয়ে ব্যাকুল হয়ে পড়বেন। সারাদিন কোনও না-কোনও কাজে ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে অধিক দৌড়ঝাপ করতে হবে। তবে সেই অনুযায়ী সাফল্য লাভ করতে পারবেন না। চাকরিজীবীরা তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। কোনও কারণে দূরের আত্মীয়দের সঙ্গে বিবাদ সম্ভব। স্বাস্থ্য ভালো থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন।

কুম্ভ রাশিফল​: কুম্ভ রাশির জাতকদের মনে আজ একাধিক প্রত্যাশা থাকবে। সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যা নাগাদ সন্তুষ্টি লাভ করবেন। আজ একটি কাজ করতে বেরিয়ে অন্য কাজ করে ফিরবেন। কারও দায়িত্ব নিজের কাঁধে নেবেন না। তা না-হলে অর্থ ও সময় ব্যয় হবে। কর্মক্ষেত্রে দুপুরের পর ব্যস্ততা বাড়বে। আলস্য ত্যাগ করুন। তা না-হলে আগের মতো লাভ অর্জন করতে পারবেন না। পারিবারিক পরিবেশ অশান্ত থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়: ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

মীন রাশিফল​: মীন রাশির জাতকরা নিজের লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। লাভজনক দিন ও দৃঢ়প্রত্যয়ী হয়ে কাজ করতে হবে। আজ আপনি যে কাজ করবেন, তাতে প্রথম দিকে অসাফল্যের আশঙ্কা থাকবে। এর ফলে মন হতাশ হবে। তবে যে কাজই করবেন, তার ফলাফল আপনার পক্ষেই থাকবে। কাজের সময়ে অন্য কোনও স্থানে মন ছুটবে। এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।

http://www.anandalokfoundation.com/