আজ সোমবার (২৪ জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায় । চন্দ্র আজ রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে বিচরণ করবে। তার পর তুলা রাশিতে প্রবেশ করবে। আজ পৌনে দশটা পর্যন্ত হস্ত ও তার পর চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে গ্রহগতির এই ফের কিছু রাশির জন্য ভালো এবং কিছু কিছু রাশিকে সমস্যায় ফেলতে পারে। আজকের দিনটি আপনার কেমন কাটবে, তা জেনে নিন রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের মনে ধর্মীয় মনোভব জাগৃত হবে। দৈনিক কাজ, পূজার্চনা থেকে সময় বের করে ধর্মীয় যাত্রায় উপস্থিত হবেন। দানের ইচ্ছা থাকবে। তবে যেখানে আপনার স্বার্থ থাকবে, সেখানে লোক দেখিয়ে দান করবেন। ব্যবসার পরিস্থিতি ভালো নয়। তাই লাভ অর্জনের নীতি অবলম্বন করবেন। লাভ হলেও পরে অনুতপ্ত থাকবেন। সহকর্মী বা কোনও বহিরাগত ব্যক্তির সঙ্গে তর্ক সম্ভব। তাই অনাবশ্যক বিবাদ এড়িয়ে যান। না-হলে নিজের উন্নতিতে সমস্যা সৃষ্টি করবেন। পরিবারে আংশিক শান্তি থাকবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গোরুকে গুড় খাওয়ান।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকরা স্বাস্থ্য ও অন্য পারিবারিক সমস্যার মোকাবিলা করবেন। দিনের শুরু ও শেষ ছাড়া পুরো সময়ে মানসিক জটিলতায় ভুগবেন। চাকরি ও ব্যবসায়ে সাফল্যের আনাগোনা লেগে থাকবে। যে কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, পরিস্থিতির কারণে সেই কাজই আপনাকে করতে হবে। অর্থ লাভের জন্য চাটুকারিতা করতে হবে, কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি আশাজনক থাকবে না। সন্ধ্যা থেকে জটিলতা কমবে। কাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কাজ বাতিল করে দিন। পরিবারে একে অপরের সাহায্য করে সামঞ্জস্য বজায় রাখুন। কঠোর বাণী প্রয়োগ করবেন না। যাত্রা এড়িয়ে যান।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততা ভরা। যে কাজ থেকে লাভের প্রত্যাশা করছেন, সেই কাজ ছাড়া কোনও অন্য কাজ আপনাকে লাভ দেবে। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না, তা না-হলে লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা হতাশ থাকবেন ও লোকসানের আশঙ্কা করবেন। তবে ধৈর্য ধরুন। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি পরিবর্তন হলে অধিক লাভ হবে। মহিলাদের চিন্তাভাবনা পাল্টাতে থাকবে, যার ফলে কাজের সাফল্য সন্দেহ দেখা দেবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণু সহস্ত্র পাঠ করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকরা অধিকাংশ সময়ে গাফিলতি করবেন। সকালে যাত্রার পরিকল্পনা করবেন, তবে অন্য কাজ বাতিল হতে পারে। নিজের ইচ্ছা ত্যাগ করে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা পূরণ করায় মনোনিবেশ করুন। পরিশ্রমে ইচ্ছুক থাকবেন না। তবে আজ পরিশ্রম করলে ভবিষ্যতে লাভান্বিত হবেন। তাড়াহুড়োয় কাউকে টাকাপয়সা সংক্রান্ত কোনও প্রতিশ্রুতি দেবেন না। আবার ভুলেও কাউকে ঋণ দেবেন না। স্বাস্থ্য তরতাজা থাকবে। লাভজনক সময়।
ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকরা আজ আশায় থাকবেন। তবে কাছের মানুষরা আপনার অনর্থক কথা শুনে দূরে সরে যাবেন। দিনযাপন স্বাভাবিক রাখার জন্য বিচক্ষণ ব্যবহার করুন। বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সঙ্গে কথা বলার সময়ে অধিক সতর্ক থাকুন। কেউ সহজে আপনার ভুল ধরে ফেলবে, যার ফলে পড়ে সমস্যায় পড়তে পারেন। ধন লাভের সম্ভাবনা থাকলেও প্রাপ্তির সময়ে কোনও না-কোনও বাধা উৎপন্ন হবে। ব্যয়ের তুলনায় আয় কমবে। পরিবারের সদস্যদের পরামর্শে বড়সড় কাজ করুন। দুর্বল থাকবেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকদের উদ্যন্ড ব্যবহার অন্যকে কষ্ট দেবে। খিটখিটে ও কঠোর স্বভাব পারস্পরিক সম্পর্ক নষ্ট করার পাশাপাশি আর্থিক জটিলতা বৃদ্ধি করবে। যাঁরা আগে আপনার সাহায্যের জন্য প্রস্তুর ছিল, তাঁরা হঠাৎই নিজের মুখ ফিরিয়ে নেবেন। অর্থাভাবের কারণে কর্মক্ষেত্রের কোনও কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ঋণগ্রহীতারা সমস্যায় পড়বেন। সরল ও সাত্বিক কাজ থেকে সরে ভুলভাল কাজের প্রতি আপনার মন আকৃষ্ট হবে। চাকরিজীবীরা সহকর্মী বা অন্য কোনও ব্যক্তির সঙ্গে ছোটখাটো কথায় বিবাদে জড়িয়ে পড়বেন। ব্যবহার নরম রাখুন। চা না-হলে মান-সম্মান লোকসান হতে পারে। স্বাস্থ্য বিকার সম্ভব।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতক অসন্তোষজনক ব্যবহারের ফলে আজকের দিনটি নষ্ট করে ফেলবেন। অধিকাংশ সময়ে পরিস্থিতি আপনার সিদ্ধান্তের বিপরীতে থাকবে। নিজের কাজ পুরো করার কৌশলের জোরে প্রয়োজনমতো মুনাফা অর্জন করতে পারেন। তবে কোনও আনন্দই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। কাজ ও ব্যবসার জটিলতার কারণে মেজাজ খিটখিটে থাকবে। কারও ভুলের জন্য অন্যকে দোষ দিলে আপনার সম্মান কমবে। ধন লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে, তখনই লাভ সম্ভব।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা আজ পরিশ্রমের ফল না-পাওয়ায় রেগে যাবেন। দিনের শুরুতে শান্ত থাকলেও, সারা দিন অযথা দৌড়ঝাপ করে যাবেন। অবাঞ্ছিত গতিবিধির কারণে সময় নষ্ট হবে। মনে অহংকার থাকায় কারও পথ প্রদর্শন গ্রহণ করবেন না। কাজ ও ব্যবসার দ্বারা লাভের সম্ভাবনা হলে অশান্তি দেখা যাবে। স্বাস্থ্য প্রভাবিত হবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা শুভ কাজে উৎসাহিত থাকবেন। নিজের কাজে মনোনিবেশ করবেন। শোনা কথা বললে, রাগারাগি হতেই পারে। কম প্রচেষ্টা সত্ত্বেও ধন লাভ করতে পারবেন। তবে অনৈতিক ভাবে অর্থ উপার্জনে অধিক মনোযোগী হবেন। এর ফলে প্রথমে লাভান্বিত হলেও পরে অনুতাপ হতে পারে। চাকরিজীবীরা আধিকারিকদের থেকে সতর্ক থাকুন। ছোটখাটো ভুলও ক্ষমার যোগ্য নয়। মাঝরাতের পর দৌড়ঝাপ করে সময় কাটাতে হবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। সাদা রেশ্মী বস্ত্র দান করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি কঠোর থাকবে, পরে স্বস্তি অনুভব করবেন। দিনের শুরুতে ব্যাকুলতা থাকবে। লোকসানের ভয় শীঘ্র কোনও কাজে মনোনিবেশ করতে পারবেন না। বাড়িতে কোনও না-কোনও সমস্যা লেগেই থাকবে। কাজ ও ব্যবসায় ঝুঁকি নেবেন না। সন্তুষ্ট থাকুন, বড়সড় লোকসান থেকে রক্ষা পাবেন। সহকর্মীরা সামনে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও পরে সমস্যা হতে পারে। ঋণ বেশি হওয়ায় হাতে টাকা টিকবে না। ভয় পাবেন না, কাল থেকে পরিস্থিতি অনুকূল থাকবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ভাগ্য আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। প্রতিদিন সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে। ব্যবসায়ীরা সকাল থেকে অর্থের আগমনের কারণে চিন্তিত থাকবেন। জোর-জবরদস্তি করবেন না, তা না-হলে নতুন কোনও সমস্যা উৎপন্ন হতে পারে। পরিবারের কোনও ব্যক্তির খিটখিটে মেজাজের কারণে বাড়ির পরিবেশ নষ্ট হবে। সন্ধ্যার পর অসুস্থত হতে পারেন।
ভাগ্য পক্ষে রাখার উপায়: ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা আজ অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন, যার ফলে মূল উদ্দেশ্য থেকে সরে আসবেন। বাড়ির বরিষ্ঠদের পরামর্শ উপেক্ষা কররবেন না, তা না-হলে পরে অনুতাপ হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় ওঠাপড়া লেগে থাকবে। তবে ভাগ্যের জোরে অন্য সহকর্মীদের তুলনায় অধিক লাভ করতে পারবেন। তবে প্রলোভনের কারণে এই সুযোগ হাতছাড়া হতে পারে। সহকর্মীরা স্বার্থসিদ্ধির জন্য মধুর ব্যবহার করবেন এবং কার্যসিদ্ধির পর তাঁদের মধ্যে পরিবর্তন দেখা দেবে।
ভাগ্য পক্ষে রাখার উপায়: আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশ চালিসা পাঠ করুন।