স্টাফ রিপোর্টার: ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের মহাসচিবদের নিয়ে বৈঠক ডেকেছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও তারা দলগতভাবে নাকি জোটগত ভাবে নির্বাচন করবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।