আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সপ্তম আন্তর্জাতিক পানি সম্মেলন এবারের প্রতিপাদ্য ‘তিস্তা নদী অববাহিকা: সংকট উত্তরণ ও সম্ভাবনা’।
একশনএইড জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে তিন দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ।
এতে বলা হয়েছে, এবারের সম্মেলনে তিস্তা নদী অববাহিকায় সংকট ও সম্ভাবনার ওপর আলোচনা হবে। এতে অংশ নেবেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, দাতা সংস্থা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদ, পানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও তৃণমূল পর্যায়ের মানুষ।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও জাপান, সুইডেন, ব্রুনাই, নেপাল ও ভারতের বিশেষজ্ঞরা বক্তৃতা করবেন।