আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পৃথক হামলা সংঘষে মহিলা সহ ১০ হন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে বর্তি করা হয়েছে। সংঘাতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার বাকাল গ্রামে রবিবার সকালে পরিবারিক বিরোধ ও গরু চড়ানোকে কেন্দ্র করে বিল্ল রানী বাড়ৈ (৫০) নিলকান্ত বাড়ৈ (৬০) নয়ন (১৫) সজল (২০) বিপুল (২৫) কে প্রতিপক্ষ বাবুল চক্রবর্তী তার সহযোগীতের নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। অপর দিকে বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের তুচ্ছ ঘটনার জের ধরে গৃহবধু ফাতেমা বেগম ও তার শিশু কন্যা জামিয়া আক্তারকে প্রতিপক্ষ রাশেদ গাজি ও তার স্ত্রী ছায়া বেগম পিটিয়ে আহত করেন এছাড়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভালুকসি গ্রামের কাজী শাহিন ও কাজি মোস্তফার মধ্যে বিরোধে ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।