বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক ব্যসায়িকে দুই মাসের কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সংশিষ্ঠ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেল এর সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার এর নেতৃত্ব আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন এর উত্তর চাঁদত্রিশিরা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত আ. সালাম বখতিয়ারের ছেলে মো. রকিব বখতিয়ারকে (৪৩) এক’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতরারকৃতকে সোমবার বিকেলেই আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক লিখন বনিক গ্রেফতারকৃত রকিব বক্তিয়ারকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।