বিনোদন ডেস্ক: কেয়া কুল হ্যায় হাম–থ্রি সিনেমা খ্যাত ইরানিয়ান মডেল-অভিনেত্রী মান্দানা করিমি বাগদান সারলেন।
দীর্ঘদিনের প্রেমিক গৌরব গুপ্তার সঙ্গে বাগদান সেরেছেন তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের বিষয়টি জানিয়েছেন মান্দানা। চলতি বছরের শেষে তারা বিয়ে করবেন বলে জানা গেছে।
টুইটারে তার বাগদানের আংটির ছবি দেখিয়ে মান্দানা ক্যাপশনে লিখেছেন, ‘আমি বললাম, হ্যাঁ।’ গত দুই বছর ধরে গৌরবের সঙ্গে প্রেম করছিলেন রিয়েলিটি শো ‘বিগ বস-নাইন’ প্রতিযোগী। এ রিয়েলিটি শোতেই তার প্রেমের বিষয়টি সবাইকে জানিয়েছিলেন এ অভিনেত্রী। মান্দানা এখন ব্যস্ত একটি চীনা সিনেমার কাজ নিয়ে। হিস্ট্রি-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটির নাম জুয়ানজ্যাং।