২০১৯-২০ সালের মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিল দেশের আইসিটি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন মেয়াদে নিজেদের কার্যক্রম শুরু করে নব নির্বাচিত কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিআইজেএফ এর নব নির্বাচিত কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম ঢেউ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান, বাক্কো এর সভাপতি ওয়াহিদ শরীফ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি আমিনুল হাকিমসহ দেশীয় আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আইসিটি বিটের গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন আইসিটি সাংবাদিকদের এই সংগঠন জাতীয় স্বার্থে জোরালো ভূমিকা রাখে। তিনি বলেন যখন কম্পিউটারের ওপর ভ্যাট ও শুল্ক কমানোর জন্য দাবি উঠে তখন আমাদের মিডিয়ার জোরালো সমর্থনের কারণেই দাবি আদায় সম্ভব হয়েছিল। আমাদের দেশের আইটি খাতের উন্নতি ও অগ্রগতি এই খাতের সাংবাদিকেরা জনগণের কাছে তুলে ধরেন।
মন্ত্রী বলেন ইন্ডাস্ট্রিয়াল রেভলূশন, আইওটি, বিগডাটা, রোবটিকস্, ব্লকচেইন এর মতো নতুন প্রযুক্তি আসছে। এ সকল প্রযুক্তির সাথে খাপখাইয়ে চলতে হবে। তিনি বলেন আমাদের হাডওয়্যার ও সফটওয়্যার বড় চ্যালেঞ্জ এর মুখে দাড়িয়ে আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই সচেতন করতে আইসিটি খাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।
সাংবাদিকদের বিদেশ যাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এখন আমাদের সময় এসেছে দেশ ছাড়িয়ে বিদেশের দিকে আরও বেশি নজর দেওয়ার। তথ্য প্রযুক্তি খাতের সাংবাদিকদের যদি বিদেশে নেওয়া যায় তাহলে তারা বৈদেশিক প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তির যে বিপ্লব হয়েছে তা দেশবাসীকে আরও বিস্তারিতভাবে জানাতে পারবে। তাদের লেখনী আরও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নির্বাচন কমিশন বিগত ১২ ফেব্রুয়ারি নতুন কমিটির নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ২০১৯-২০২০ মেয়াদের ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাহেদুল ইসলাম ঢেউ এবং সাধারণ সম্পাদক দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও প্রযুক্তি প্রকাশনা প্রধান হাসান জাকির।