13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হত্যার স্থল থেকে তাজা বুলেট উদ্ধার

admin
October 11, 2015 9:19 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডের ৮ দিন পর ঘটনা স্থল থেকে  একটি তাজা বুলেট উদ্ধার করেছে পিবিআই ও জেলা পুলিশের একটি প্রতিনিধি দল।

রোববার দুপুর আড়াইটার দিকে কাউনিয়ার কাচু আলুটারী গ্রামের ঘটনাস্থল থেকে বুলেট উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, পিবিআই ও রংপুর জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং তল্লাশি চালিয়ে একটি তাজা বুলেট উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানান, উদ্ধার হওয়া বুলেটটি কুনিও হত্যাকান্ডে ব্যবহৃত কিনা তা আমরা ক্ষতিয়ে দেখছি। তবে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,  হোসি কুনিওকে চারটি গুলি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই স্থান থেকে ৩ টি এবং আজ আরো একটি বুলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবকে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ, তবে চার দিন পরে তার রিমান্ড বাতিল করে জেল-হাজতে পাঠানো হয়েছে। কুনিও হত্যার ঘটনায় রাজশাহী থেকে আটক ব্রাক ব্যাংকেরর দুই কর্মকর্তা ও পাবনা থেকে আটক ব্যবসায়ীক বন্ধু হীরা মিয়ার খালাত ভাইকে  জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ ।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কুনিও হত্যার ঘটনায় বিভিন্ন এলাকা থেকে আটক তিন জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু বিপ্লবকে ছয় দিন বাকি থাকতেই কেন জেল-হাজতে পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এটা বিজ্ঞ আদালতের বিষয়ে আমাদের মন্তব্য করা উচিৎ নয়।

http://www.anandalokfoundation.com/