একাত্তরের পরাজিত শক্তি, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাদের আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাসী, জনগণের প্রত্যক্ষ ভোটে বিশ্বাসী।
জনগণ তার প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে খুশি সরকার বানাক আমাদের কোনো আপত্তি নাই। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, আপনি আয়োজন করেন। কেউ চাপ বা বাঁধা দিলে বিএনপি আপনার পাশে রয়েছেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পিআর হলো পেছনের রাস্তা। আর আমরা চাই সামনের রাস্তা। পিআর ভালো না, এটা সব দেশে গ্রহণযোগ্য নয়। যারা পিআর পছন্দ করেন তারা পেছনের রাস্তা পছন্দ করেন। এটা আমাদের দেশের সংস্কৃতি না।
তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য পাগল হই নাই। আমরা জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছি। জনগণ যদি ভোট দিতে গিয়ে পাগল হয়ে বিএনপিকে ভোট দেয় আপনার মানতে অসুবিধা কি তা জনসম্মুখে বলতে হবে। আর জনগণ যদি আপনাদের একাত্তরের কৃতকর্মের জন্য বেজার হইয়া, খুশি হইয়া ভোট দিয়া সংসদে পাঠায় সরকার বানায় আমরা আপনাদের সালাম দিবো।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের মাস্টারমাইন্ড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের একদফা ছিল না। আমরা একদফার জন্য আন্দোলন করেছি। আজকে তারা বলছে বিএনপির কোনো অংশগ্রহণ নাই। তারা আজকে আন্দোলনের ফসল ছিনতাই করতে চায়। তারা বিভিন্ন চক্রান্ত করছে। আমরা তাদের চক্রান্তের ফাঁদে পা দেই নাই। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো, পেশি শক্তি দিয়ে নয়।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুসহ জেলা ও উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।