14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রজাতন্ত্র দিবসে স্বপ্নের কাশ্মীর গড়তে ইন্ডিয়ার সাথে থাকার বার্তা কাশ্মীরীদের

Ovi Pandey
January 27, 2020 3:25 pm
Link Copied!

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ স্বপ্নের কাশ্মীর গড়তে সাধারন মানুষেরা যে জংগীবাদদের সমর্থন করেনা সেটা আরেকবার স্পষ্ট করলো কাশ্মীরের মানুষেরা। ৭১ তম প্রজাতন্ত্র দিবসে স্বপ্নের কাশ্মীর গড়তে তারা  ইন্ডিয়ার পাশে থাকার বার্তা দিল।

৭১ তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে পুরো দেশ। এই সাথে কাশ্মীর উপত্যকার লোকেরাও ২৬ শে জানুয়ারী তে ভারতের পতাকা উত্তোলন করেছেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিয়েছিল। ভারতীয় সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাশ্মীরের মানুষজন দেশকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। জম্মু ও কাশ্মীর থেকে ধারা ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে উপত্যকায় এই প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে।

যারা কাশ্মীরের লোকজনেদের প্রজাতন্ত্র দিবস পালন

 

শনিবার এক সমাবেশ সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে প্রথমবারের মতো কাশ্মীরে খোলামেলা মন এবং উদ্দীপনা নিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। এই প্রজাতন্ত্র দিবসে বাচ্চারা JAI  HIND,  I  LOVE  MY  INDIA  ইত্যাদি নানা প্লে কার্ড নিয়ে প্রজাতন্ত্র দিবসে সামিল হয়েছিল।সকলের মুখে ছিল দেশপ্রেমমূলক শ্লোগান।

 

যে কাশ্মীরে এক সময় বাচ্চাদের হাতে পাথর ও মুখে ভারত বিরোধী শ্লোগান শোনা যেত সেই কাশ্মীরে অন্য ছবি দেখে উচ্ছাসিত ভারতের রাজনৈতিক মহল ও আম জনতা। কাশ্মীরের প্রত্যেক প্রান্ত থেকে প্রজাতন্ত্র দিবসের যে ছবি সামনের এসেছে তা সকল দেশবাসীকে মনোমুগ্ধ করবে।

অনেকে বলেছেন, এবার শুধু তাড়িয়ে দেওয়া কাশ্মীরি পন্ডিতদের ফিরিয়ে আনলেই কাশ্মীর আগের রূপ ফিরে পাবে। যারা কাশ্মীরের লোকজনকে ভারত থেকে আলাদা রাখতে চাইতেন তারা কাশ্মির জুড়ে এই অবস্থা দেশে রীতিমত হতাশ বলে মনে করছেন রাজনৈতিক ব্যাক্তিগন। স্থানীয়রা নিকটবর্তী বিভিন্ন স্থানে সেনা কর্মীদের সাথে আনন্দের সাথে তিরঙ্গা উত্তোলন করেছে বলে দেখা গিয়েছে।

http://www.anandalokfoundation.com/