স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত Winnie Estrup Petersen এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঢাকা মহানগরীর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ঢাকার সরু রাস্তায় ও বহুতল ভবনে আগুন লাগলে তা দ্রুত নেভানোর লক্ষ্যে ভ্রাম্যমাণ মিনি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি এ প্রকল্পে জিটুজি ভিত্তিতে ডেনমার্ক সরকারের তত্ত্বাবধানে ডেনমার্কস এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির মাধ্যমে ঋণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।