ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

admin
August 15, 2015 8:27 am
Link Copied!

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে আফগানিস্তান। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। আগামী রোববার বিকেল ৩টায় ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে খেলার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হয় নেপাল-আফগানিস্তানের গ্রুপ পর্বের সেরা হওয়ার লড়াই। বৃষ্টি আর কাদা উপেক্ষা করে উভয় পক্ষই বারবার আক্রমণে ওঠে। সৃষ্টি করে গোলের সম্ভাবনা। তারপরও প্রথমার্ধ গোলশূন্য হয়ে ফিরতে হয় উভয় দলকে।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে সাফল্যের সূচনা করে নেপাল। খেলার ৪৮ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে গোল করে নেপালকে এগিয়ে দেন কিশিতিজ রাজ। এরপর মাঝমাঠে এলোমেলো পাসিংয়ে দুই দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন জয় করতে পারেননি। তবে কয়েকবার নেপালের খেলোয়াড়রা আফগান ডিবক্সে ঢুকে গোলের ব্যর্থ প্রচেষ্টা চালান। শেষ বাঁশি বাজলে ১-০ গোলে আফগানদের বিরুদ্ধে জয় তুলে নেয় নেপাল।

এ খেলার মধ্য দিয়ে সেমিফাইনালে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের প্রতিপক্ষ। আগামী রোববার এ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলবে বি গ্রুপের রানারআপ আফগানিস্তান এবং এ গ্রুপের রানারআপ ভারতের বিপক্ষে খেলবে বি গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল।

এদিকে প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতা খুঁজে বের করতে আজকের ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছে বাংলাদেশ দল।

http://www.anandalokfoundation.com/