ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুস্মিতার সাহসী অভিযান

admin
July 17, 2016 5:36 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: ধরাবাঁধা নিয়মে কাজ করতে অভ্যস্থ নন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার জীবনেও তাই। এবার মেয়েদের নিয়ে এক সাহসী অভিযানে বেড়িয়েছেন তিনি।

সুস্মিতা বর্তমানে থ্যাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বেড়াতে গেছেন তিনি। আর সেখানে বাঘের সঙ্গে ছবি তুলেছেন মা ও মেয়েরা। এ অভিযানের কিছু ছবি সুস্মিতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘বহুদিনের ইচ্ছে ছিল বাঘের পাশে দাঁড়িয়ে ছবি তোলার। এতদিনে ইচ্ছেপূরণ হলো।’

কিছুদিন আগে বাঘের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিল ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ড্রাগের নেশায় বুঁদ করে বন্যপ্রাণীদের সঙ্গে ছবি তোলার হিড়িক নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল দুনিয়াজুড়ে। তবে সুস্মিতা নেশায় বুঁদ করে ছবি তুলেননি। বরং পোষ মানানো এই বনবিবিরা এমনই হয়।

মা-মেয়েরা মিলে বেশ আনন্দে সময় পার করছেন। বাঘের সঙ্গে ছবি তোলার সময় সুস্মিতার বড় মেয়ে রেনে ভয় পায়নি কিন্তু আলিশা ভয় পেয়েছিল। আর এ জন্য সে বাঘের ছানার সঙ্গে ছবি তুলেছে। শুধু তাই নয় মা ও মেয়েরা মিলে সাঁতার, যোগব্যায়াম থেকে রেস্তোরাঁ চষে বেড়াচ্ছেন। এভাবে তাদের এ অভিযান চলছে বলেও জানিয়েছেন সুস্মিতা।

http://www.anandalokfoundation.com/