13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ

Link Copied!

সরকার পতনের পর প্রথমবার ক্যাম্পাসে এসে অবরুদ্ধ হলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলে।
আগামী ১৫ দিনের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাসে অবরুদ্ধ তুলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা ছিলেন ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বিভিন্নভাবে যোগাযোগ করেও তাঁর দেখা মিলেনি।
তাদের দাবি, বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী বলেন, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বলতে কেউ নেই। ভিসি, রেজিস্ট্রার ও কোশাধ্যক্ষ তিনজনই লাপাত্তা। আজ যুবলীগ-ছাত্রলীগকে নিয়ে ভিসি ক্যাম্পাসে আসার খবর পেয়ে সবাই অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়। বর্তমান ভিসি ডা. এনায়েত হোসেন ২০২৩ সালের শুরুর দিকে নিয়োগ পান এবং তিনি দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মধ্যে অসন্তোষও বেড়ে চলেছে। সরকারের পরিবর্তনের পর থেকে প্রশাসনিক পদগুলোতে শূন্যতা এবং বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় এই সংকট আরো জটিল আকার ধারণ করেছে।
http://www.anandalokfoundation.com/