ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

“সালমান শাহ’র হত্যার তদন্ত ও বিচার দাবিতে সিলেটে মানববন্ধন”

admin
November 12, 2015 4:00 pm
Link Copied!

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা(সিলেট): সিলেটের ছেলে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজেদের সালমান ভক্ত দাবি করে মানববন্ধনে তারা অভিযোগ করেছেন, ঢাকা সিএমএম কোর্টের পিপি আবদুল্লাহ আবু এ হত্যা মামলার তদন্ত কার্যক্রমে বিঘ্নতার সৃষ্টি করেছেন।
তারা বলেন, এর আগে আদালতের নির্দেশে র‍্যাবকে এ মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হলেও পিপির এক আবেদনের ভিত্তিতে আদালত তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার এ মামলার তদন্ত চলবে কিনা এ নিয়ে আদালতের আদেশ দেয়ার কথা রয়েছে।

মানববন্ধনে সালমান শাহ স্মৃতি পরিষদের আহবায়ক আলমগীর কুমকুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখন সালমান শাহ ঐক্যজোটের আহ্বায়ক জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমতিতির সাবেক সভাপতি রুহুল আমিন মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশফাক আহমদ মিশু, অংশুমান দত্ত অঞ্জন, রুনু আহমদ, ছাদিকুর রহমান, জহিরুল ইসলাম, বিশু দাস বিক্রম, শাহ আলম, রাশেদুজ্জামান রাশেদসহ অর্ধশতাধিক সালমান ভক্ত।

http://www.anandalokfoundation.com/