14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

Link Copied!

ফ‌রিদপু‌রের সালথায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
বুধবার দুপুর ১২ টায় সালথা উপ‌জেলা হলরু‌মে উদ্ধুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভা‌গের মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক জিল্লুর রহমান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছ‌লিমা  আকতা‌রের সভাপতিত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফ‌রিদপুর জেলার মৎস‌্য কর্মকর্তা মো: ম‌নিরুল ইসলাম,  গোপালগঞ্জ জেলার দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন  প্রকল্প প‌রিচালক এস এম আশিকুর রহমান।
উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সঞ্চালনায় এসময় উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিকও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প বর্ণনা তুলে ধরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবতা এবং চাষ, সংরক্ষণ ও নিধনরোধে আলোচনা করা হয়। এবং প্রজেক্টরের মাধ্যমে তা বুঝানো হয়।
http://www.anandalokfoundation.com/