14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক অর্থনীতি অনুসরণ ছাড়া উপায় নেই

admin
September 9, 2015 9:51 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, অসম বিশ্বায়ন মোকাবেলা এবং বাংলাদেশে বৈষম্য দূর করতে হলে সমাজতন্ত্রই একমাত্র পথ। সমৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনের পথে এগুতে হলে সমাজতন্ত্রের লক্ষ্যে সামাজিক অর্থনীতি অনুসরণ করা ছাড়া উপায় নেই।

চীনের নেতা মাও সে তুং এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিকে কাজে লাগিয়ে চীন এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে হলে অংশগ্রহণমূলক গণতন্ত্রের মাধ্যমে এবং সামাজিক অর্থনীতি অনুসরণ করার মধ্য দিয়েই এগুতে হবে। বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘জঙ্গিবাদ মৌলবাদ দেশে প্রধান দুশমন হিসেবে দেখা দিয়েছে। তাই শেখ হাসিনা যে সংগ্রাম করছেন তা শক্তিশালী করতে হবে। কেন না, দেশ কঠিন সময়ের মধ্যে এগুচ্ছে। জঙ্গিরা সফল হলে আমাদের সমাজতন্ত্রের আন্দোলন ভেস্তে যাবে। তাই মাও সে তুং থেকে শিক্ষা নিয়ে এগুতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন, বাবুল বিশ্বাস, ইনু শিকদার ইনু।

http://www.anandalokfoundation.com/