সাবেক সচিব, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, কবি, প্রাবন্ধিক মনজুরে মওলা গতকাল মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মনজুরে মওলার সাথে আমার ঘনিষ্টতা ছিল দীর্ঘ দিনের। তাঁর সাহিত্য কর্ম ও সৃষ্টিশীলতার জন্য বাঙালি জাতি তাঁকে চিরদিন স্মরণ রাখবে।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।