ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকার দেশের বন্যা পরিস্থিতি চেপে যাচ্ছে

admin
September 9, 2015 8:03 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার দেশের বন্যা পরিস্থিতি সামাল না দিয়ে চেপে যাওয়ার চেষ্টা করছে।

দেশের ২৪টি জেলার প্রায় এক কোটিরও বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। সেদিকে সরকারের নজর দেওয়া উচিত ছিল। কিন্তু সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে বন্যাকবলিত জনগণের প্রতি তাদের দায়িত্ব নেই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বন্যা নিয়ে সরকারের নীরবতার তীব্র নিন্দা করে বন্যা পরিস্থিতি উত্তরণের পর কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়ারও দাবি করেন তিনি।

http://www.anandalokfoundation.com/