ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সব বিদেশির নিরাপত্তা জোরদার

admin
July 10, 2016 4:49 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত সব বিদেশি নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর এই ব্যবস্থা নেওয়া হলো।

আজ রোববার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঢাকা-মাওয়া মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দেশের কর্মরত সব বিদেশির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, গুলশান হামলার ঘটনায় মেট্রো রেল প্রকল্পের সাত কর্মকর্তা ছিলেন। যাদের মধ্যে কেবল একজন বেঁচে ফিরতে পেরেছেন।

দেশের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে জাইকার বিভিন্ন প্রকল্পের বিদেশিদের কর্মস্থল এবং বাড়িতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের সর্ববৃহৎ সেতু পদ্মার মোট ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মোট ১৮টি পাইলিং সমাপ্ত হয়েছে।

আজ দুপুর সোয়া ১টা থেকে বিকেল পর্যন্ত নিমতলীতে ঢাকা-মাওয়া মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ আটটি নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আরোহীদের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশের শ্রীনগরের সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামসুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/