অবশেষে গুঞ্জন সত্যি হলো , বিয়ে করছেন মিম । ঢাকার পাঁচ তারকা হোটেলে মালা বদল করবেন মিম। মিমের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
মঙ্গলবার সনাতন রীতিতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিম ও সনি পোদ্দার মালা বদল করবেন। এর আগে ভক্তদের চমক দিয়ে গত বছরের ১০ নভেম্বর জন্মদিনে বাগদান করেছিলেন মিম। ফেসবুকে মজার ছলে সনি পোদ্দারের সঙ্গে আলাপ শুরু হয় তার। সেটা বন্ধুত্ব ও ভালোবাসায় রূপ নেয়।
পাত্র তার বাগদত্তা সনি পোদ্দার। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। পড়াশুনা করেন ব্যাক বিশ্ববিদ্যালয়ে।