13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রী শ্রী মগ্ধেশ্বরী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষকী অনুষ্ঠিত।

Dutta
March 13, 2019 6:14 pm
Link Copied!

অভিজিৎ দে রিপন স্টাফরির্পোটার : চট্টগ্রাম জেলার ফটিকড়ি উপজেলা ৩নং নারায়ন হাট ইউনিয়ন এর জুজখোলা মাষ্টার পাড়া শ্রী শ্রী মগ্ধেশ্বরী মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষকী মন্দির প্রাঙ্গনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানমালার মধ্য দিয়ে গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জলন, গীতাপাঠ,শ্রী শ্রী মগ্ধেশ্বরী মায়ের পুজা, গীতা দান, বস্র দান , ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহাপ্রসদ বিতরণ। অনুষ্ঠানে গীতাপাঠ করেন গীতা পাঠক সন্তোষানন্দ ব্রক্ষচারী, আশীষ দেব ও উজ্জ্বল দে, সংগীত পরিবেশন করেন দুলাল নন্দী, মন্দিরের সেবায়েত বাদল বিহারী দে,মুন্নী শীল, বাবলু তালুকদার ও স্থানীয় শিল্পীবৃন্দ। মন্দিরের সেবায়েত বাদল বিহারী দে উপস্থিত ভক্তদের মধ্যে গীতা ও বস্র দান করেন।

http://www.anandalokfoundation.com/