13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ঈদের কেনাকাটা জমে উঠেছে ॥ বেচাবিকি মন্দ নয়

admin
July 3, 2016 10:24 pm
Link Copied!

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধি: ঈদকে সামনে রেখে কেনাকাটা জমে উঠেছে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার অভিজাত বিপনি বিতান ও মার্কেটগুলোতে। শুধু তাই নয় ঈদে নতুন জামা কাপড় কিনতে ফুটপাতসহ সর্বত্রই কেনাকাটার ধুম লক্ষ করা গেছে। নতুন কাপড়ের সাথে সাথে জুতার দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষনীয়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে বরাবরের মতো ঈদ বাজার ব্যস্ত হচ্ছেন দোকানীরা।

অনেকে প্রবাসীরা ইতিমধ্যে ছুটি কাটাতে এবং তাদের প্রিয় আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন। ঈদ বাজারের অভিযাত মার্কেট গুলোর মধ্যে অনত্যম মার্কেট হচ্ছে এমবি ক্লথ ষ্টোর, বিলাশ ডিপাটমের্ন্টাল ষ্টোর, শ্রীমঙ্গল শহরের শাপলা সুপার মার্কেট, মিদাদ শপিং সেন্টার, মিতালী ম্যানশন, খাতুন ম্যানশন, নিউ মাকের্ট ও নতুন বাজার রোডস’ এম সাইফুর রহমার মার্কেটসহ অন্যান্য শপিং সেন্টারগুলো ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে রমজান মাসে শহরের ফুটপাত উচ্ছেদ এর কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে সবচেয়ে নিন্ম আয়ের কিছু মানুষদের।

তাদের একমাত্র ভরসা নতুন বাজার পোষ্ট অফিস রোডস’ এম সাইফুর রহমার মার্কেট। নিম্ন আয়ের মানুষরা ভীড় জমাচ্ছেন ওই মার্কেটের দোকান গুলিতে।

অবশ্য ঈদকে সামনে রেখে অযৌক্তিকভাবে কাপড়ের মূল্যবৃদ্ধির অভিযোগ করেছেন ক্রেতারা। অভিযাত মার্কেটের দোকানিরা জানান, এবারের ঈদে ইন্ডিয়ান কাপড়ের চাহিদা বেশী। তাই তারা ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী দোকান সাজিয়েছেন। তারা জানান, মেয়েদের সবচেয়ে বেশী চাহিদার শীর্ষে আছে বজরঙ্গী ভাইজান, বাজিরাও মান্তানী ও সারামা স্কার্ট।

এ প্রসঙ্গে শ্রীমঙ্গল শাপলা মার্কেটে ঈদ শপিং করতে আসা, জেসমিন আক্তার, রুমা আক্তার, সানজিদা, শরিফুল কবির রকিব, জানান, ঈদের আগে পোষাক-আশাকের দাম স্বাভাবিক থাকলেও ঈদের সময় ব্যবসায়ীরা বিভিন্ন পোষাকের দাম বাড়িয়ে দেন। ফলে ক্রেতাদের বাধ্য হয়ে কয়েকগুণ বেশিদামে পোষাক-আশাক কিনতে হয়। কলেজ ছাত্রী মুনি বেগম, আক্তার জানান, ‘রোজার শেষ দিকে মার্কেটগুলোতে ভীড় থাকে। শেষ সময়ে কাপড়ের দোকানগুলোতে পছন্দের কাপড় হয়ত নাও থাকতে পারে। তাই আগেভাগেই পোষাক কিনতে এসেছি।

এবারের ঈদবাজারে মেয়েদের শাড়ি, থ্রী পিছ, সেলোয়ার-কামিজ, ফতোয়া, স্কার্ট-টপস, ছেলেদের লং ও শর্ট পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, জিন্স ও টি-শার্টসহ বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোষাকের সমাহার ঘটেছে বিভিন্ন পোষাক বিপনীতে।
শ্রীমঙ্গল শাপলা মার্কেটে আল হামরা শপিং সেন্টারের মালিক জোবায়ের আহমদ খোকন জানান, বরাবরের মতো ইন্ডিায়ান সিরিয়ালের নামে ঈদে ইন্ডিয়ান কাপড়ের চাহিদা থাকে বেশী। তাই তারা ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী দোকান সাজিয়েছেন।

তিনি আরো জানান মেয়েদের সবচেয়ে বেশী চাহিদার শীর্ষে আছে বজরঙ্গী, ভাইজান,বাজিরাও মান্তানী ও সারামা স্কর্ট। তিনিসহ আরো কয়েকজন দোকান মালিক জানান, ঈদে উপলক্ষে বেচাবিকি মন্দ নয়, আশানুরুপ। তিনি আরো বলেন সময়ের সাথে সাথে ক্রেতার সংখ্যা আরো বাড়বে বলে তারা জানান।

আইন শৃংখলার ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, ঈদ উপলক্ষে মানুষ যাতে নিরাপদ ও শান্তিপুর্ণ ভাবে কিনা কাটা করতে পারে এর জন্য প্রত্যোক মার্কেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের প্রত্যোকটি এলাকায় মটর সাইকেল দিয়ে টহল দেওয়া হচ্ছে এবং সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশের নিয়মিত টহল অব্যাহত আছে।

http://www.anandalokfoundation.com/