ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে ৭০৩ ইউপিতে ভোট গ্রহণ

admin
May 7, 2016 8:17 am
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ অব্যাহত সহিংসতার মধ্যেই আজ দেশের ৪৬টি জেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ চলছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। প্রথম তিন ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও কারচুপির ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) বাড়তি কোনো ব্যবস্থা না নেয়ায় এ ধাপে শঙ্কা আরো বেড়েছে। শেষ মুহূর্তে প্রতিপরে কেন্দ্র দখলের হুমকি-ধমকিসহ নানা অভিযোগ ইসিতে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি ইসি।

নির্বাচনী এলাকায় মাঠে টহলে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লক্ষাধিক সদস্য। সাথে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত থাকলেও ভোট গ্রহণের আগের দিনও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এরপরও ইসি সহিংসতা দমনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। আজ সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, অন্যান্য ধাপের মতো এ ধাপেও আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। প্রতিপরে ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, প্রচারে বাধা দেয়াসহ সহিংস ঘটনা অব্যাহত রয়েছে। একই সাথে চলছে আচরণবিধি লঙ্ঘনের উৎসব। কোথাও কোথাও প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়তে বাধ্য করছে ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকেরা। এমন শত শত অভিযোগ জমা পড়েছে ইসিতে। এসব ঘটনায় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে শুধু কাগজে-কলমে নির্দেশনা পাঠিয়ে দায় সারছে ইসি।

ভোট গ্রহণের আগের দিনেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউপির আওয়ামী লীগের প্রার্থীর গাড়িতে হামলা করে তার সাত কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুম নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মদারবাজারে পৌঁছলে স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকেরা মাসুমের গাড়িতে হামলা চালায়। এ সময় তার সাত কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

একই দিন সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মিছিলে হামলা হয়েছে। এতে এক কর্মী গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল আলম মোল্লার সমর্থকেরা একটি মিছিল বের করে। মিছিলটি মুন্সিরহাট বাজারে এলে প্রতিপক্ষের সমর্থকেরা মিছিলে ইটপাটকেল নিপে এবং গুলিবর্ষণ করে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপে সাতজন আহত হন।

একই দিন সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের পিটিয়ে আহত এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা।

বিদ্রোহী প্রার্থী আরোজ আলী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শেষে রাতে কর্মীদের নিয়ে ফিরছিলেন তিনি। পথে বরইচারা কালিতলা এলাকায় রাত ১১টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইসরাইল মুন্সির সমর্থকেরা তাদের ওপর হামলা ও তার কর্মীদের মারধর করেন। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ ছাড়াও তার কর্মীদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের হুমকি দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারম্যান প্রার্থী আসাদ মিয়া।

গতকাল শুক্রবার বেলা ১১টায় আসাদ মিয়া তার বাড়িতে সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনী প্রচারণার শেষ দিন গত বৃহস্পতিবার রাতে তার কর্মী-সমর্থকেরা নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা আক্রমণাত্মকভাবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ওয়াছ মিয়া তাকে কেন্দ্রে গিয়ে ভোট না দেয়ার জন্য বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকি দেন এবং বিএনপির কর্মী-সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শনসহ নির্বাচনের আগেই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলেন।

হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ : নির্বাচনী বিধি লঙ্ঘনের কারণে শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার শেরপুর-১ আসনে মতাসীন দলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।

শুক্রবার ইসির উপসচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আতিককে এ নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে এ-সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সংসদ সদস্যের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে বুধবার একটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় নির্বাচন কমিশন এই পদপে নেয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের বিষয়েও বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছে কমিশন।

গাজীপুরের এসপি হারুণকে আবারো প্রত্যাহার : গাজীপুরের এসপি হারুণ অর রশীদকে আবারো প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসির সাথে পরামর্শ না করেই এসপি হারুণকে পুনর্বহাল করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ ঝাড়ল কমিশন। বৃহস্পতিবার পুনর্বহাল আদেশ পেয়েই বিধি স্মরণ করিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে জরুরি চিঠি দেয় ইসি। তাতে ভোটের মাঝ সময়ে নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া গাজীপুর পুলিশ সুপার হারুণকে দায়িত্বে পুনর্বহাল করার আদেশ ‘সঠিক না হওয়ায়’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইন অনুসরণ করতে বলেছে সাংবিধানিক সংস্থাটি। ফলে মধ্য জুনের আগে গাজীপুরে ফিরতে পারছেন না আলোচিত এ পুলিশ কর্মকর্তা।

শুক্রবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ইউপি নির্বাচনবিধির ৮৯ ধারার ‘কতিপয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি’ সংক্রান্ত ধারা উল্লেখ করে চিঠি পাঠান ইসি সচিব।

তৃতীয় ধাপের ভোটের আগে গত ২১ এপ্রিল সুষ্ঠু ভোটের স্বার্থে গাজীপুরের এসপি হারুণ অর রশীদকে প্রত্যাহারে ইসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। তা কার্যকর হলেও এর ১৩ দিনের মাথায় ইসির অনুমোদন ছাড়াই ওই কর্মকর্তাকে ফের পুনর্বহাল করে আদেশ জারি করে মন্ত্রণালয়। নির্বাচনী আইনবিধি উপো হওয়ায় এ নিয়ে ােভ প্রকাশ করে ইসি। ছয় ধাপের ভোটের এখনো তিন ধাপের ভোট বাকি রয়েছে।

এ বিষয়ে ইসি সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার এসপির পুনর্বহাল সংক্রান্ত আদেশ আমাদের কাছে এসেছে। সব কিছু পর্যালোচনা করে ভোটের সময়ে পুলিশ সুপার পর্যায়ের বদলি সংক্রান্ত বিধানটি স্মরণ করিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়ার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
তিনি বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী এ পুলিশ কর্মকর্তাদের পুনর্বহাল আদেশ কার্যকরের বিষয়ে ইউপি নির্বাচন বিধির সংশ্লিষ্ট বিধানটি উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, গত ২১ এপ্রিলের একটি স্মারকমূলে এসপি হারুণকে গাজীপুর জেলা থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ সদর দফতরে সংযুক্তকরণের আদেশ প্রত্যাহার করা হলো। সেই ইউপি নির্বাচন বিধি অনুযায়ী গাজীপুরের ভোটের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আদেশ কার্যকর করা হবে। কিন্তু আগামী ৪ জুন পর্যন্ত গাজীপুর জেলায় বিভিন্ন ইউপিতে ভোট রয়েছে। এমন সময়ে পুলিশ কর্মকর্তার পুনর্বহাল আদেশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ইসি। তবে ইসির নতুন নির্দেশনার পর অন্তত ১৯ জুনের আগে এসপি হারুণ গাজীপুরে ফিরতে পারবেন না বলে জানান ইসি সচিব সিরাজুল ইসলাম।

ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার ৮৯ ধরায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়ার পরবর্তী ১৫ দিন পার না হওয়া পর্যন্ত ডিসি, এসপি, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইসির সাথে পরামর্শ করা ছাড়া বদলি করা যাবে না।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা ইসির : নির্বাচন সুন্দরভাবে হবে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন। ছয় ধাপের ভোটের মাঝপথে দাঁড়িয়ে গোলযোগ দমন করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে চেষ্টা চলছে। এ েেত্র মতাসীন দলের কর্মীদের বাড়াবাড়ি বন্ধ করার পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীকে শক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, উত্তরোত্তর নির্বাচনী পরিবেশ ভালো হচ্ছে। আগের অভিজ্ঞতা নিয়ে সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলাবাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের।

প্রার্থী ও দল ও ভোটার : চতুর্থ ধাপের ভোটে মোট তিন হাজার ২৪৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী সদস্য পদে সাত হাজার ১৫৯ জন, সাধারণ সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৩ জন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য ৯৮ জন ও সাধারণ সদস্য ২৮৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে মোট ভোটার প্রায় দেড় কোটি।

মাঠে টহলে আইনশৃঙ্খলা বাহিনী : সব মিলিয়ে এ নির্বাচনে সাড়ে সাত হাজারেরও বেশি ভোটকেন্দ্রে লাধিক ভোট গ্রহণ কর্মকর্তা ও দুই লাখের মতো আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রার্থে মাঠে নেমেছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। একই সাথে নির্বাচনী অনিয়ম ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে নেমেছে। ইসি সচিবালয়ের উপসচিব সামসুল আলম জানান, ভোটের দুই দিন আগে থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারের নির্বাচনে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি অনাকাক্সিত পরিস্থিতি মোকাবেলায় আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউপির জন্য স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। অন্য দিকে প্রতি উপজেলায় দু’টি করে র‌্যাবের মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম এবং প্রতি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে।

মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ : নির্বাচনী আইনানুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোট গ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ওই নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংঘটিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে অন্যূন ছয় মাস বা অনধিক তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা : ভোটের মাঠের সার্বিক নিরাপত্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ইসি। ভোটের দিনের পূর্ববর্তী রাত ১২টা থেকে গ্রহণের দিন মধ্য রাত ১২টা পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। সেই সাথে ভোট গ্রহণের পূর্ববর্তী তিন দিন থেকে ভোট গ্রহণের দিন মধ্য রাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ ছাড়া ভোটের দিনের পূর্ববর্তী রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন মধ্য রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিটবোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। তবে ইঞ্জিনচালিত ছোট নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও নির্বাচনী সামগ্রী : ভোট গ্রহণের জন্য ৭০৩ ইউপিতে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় মালামাল। শুক্রবার সকালে এসব এলাকার ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসির উপসচিব সামসুল আলম।

উল্লেখ্য, গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭৩৯ ইউপিতে ও ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬১৪ ইউপিতে ভোট হয়েছে। আজ চতুর্থ ধাপে ৭০৩ ইউপিতে ভোট হচ্ছে। পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

http://www.anandalokfoundation.com/