ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সিনেমার শুটিং চলাকালে স্পটেই অসুস্থ হয়ে পড়েছেন । তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।
বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। পরীমনি নিজেই জানান, ‘হাসপাতালে আছি, করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না।’
এর আগে পরীমনির জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়।