13yercelebration
ঢাকা

শিল্প-কারখানায় বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত অসঙ্গতি দ্রুত সমাধান করা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

admin
September 14, 2019 8:04 pm
Link Copied!

শিল্প-কারখানায় বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত অসঙ্গতি দ্রুত সমাধান করা হবে। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় বাড়ানো প্রয়োজন। এই সমন্বয়ই অতি সল্প সময়ে বিদ্যমান সমস্যার সমাধান দিবে।  বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহের লক্ষ্যে আয়োজিত সমস্যা সমাধান সংক্রান্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাস সংযোগের জন্য কেন ব্যবসায়ীদের মন্ত্রণালয়ে আসতে হয়, নিরবচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ না সরবরাহের কারণ কী, ইভিসি মিটার কেন পায় না, বিষয়গুলো উভয় পক্ষ বসেই সমাধান করা সম্ভব। এজন্য বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (ইপিআরসি)-এর চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি-বেসরকারি সংস্থার (শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধির) সমন্বয়ে একটি কমিটি করা হবে। এ কমিটিই বিদ্যমান অসঙ্গতি, সম্ভাব্য সমাধান বা ভবিষ্যৎ পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, প্রত্যেক কোম্পানিতে হ্যাপিনেস ডেস্ক থাকা উচিত। চ্যালেঞ্জগুলো দ্রুততার সাথে সমাধান করতে পারলে শিল্প প্রতিষ্ঠান আরো বিকশিত হবে। এ সময় তিনি ক্যাপ্টিভ ব্যবহারকারী শিল্প-কারখানাগুলোকে কো-জেনারেশন বা ট্রাই-জেনারেশনে যেতে আহ্বান জানান। এ সময় অবৈধ সংযোগ ও বকেয়া বিল আদায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (ইপিআরসি)-এর চেয়ারম্যান সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ডঃ আহমদ কায়কাউস, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, এনবিআর-এর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া, বিডার চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলা্ম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম-সহ বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/