শিক্ষার উদ্দেশ্য ব্যবসা নয়, প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
শনিবার রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর স্থায়ী ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০১৯’ উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে পড়ালেখা করেছেন, তারাই আজ এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন ব্যাপক ভূমিকা পালন করছে।
শিক্ষার বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। অধিকাংশ শিক্ষার্থী খেলার মাঠ পায় না, বিভিন্ন অপসংস্কৃতির পথে ধাবিত হচ্ছে। এআইইউবিতে এসে আমার সেই ধারণা বদলে গেল। আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠান এটি। এখানে খেলার মাঠ, সবুজ বনায়ন, ব্যায়ামাগার সবই আছে। একজন শিক্ষার্থীর মেধা বিকাশে এগুলো ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী।
এআইইউবি এর চেয়ারম্যান নাদিয়া আনোয়ার বলেন, আমরা শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা দেওয়ার পাশাপাশি সহশিক্ষাও দিয়ে থাকি। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক কারিকুলামের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকে। এখানে শিক্ষার্থীরা শিক্ষার যাবতীয় সুবিধাদি পেয়ে থাকে।
মেলায় দেশি-বিদেশি ১০৮টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিকট থেকে তাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. তোফাজ্জেল হোসেন-সহ প্রমুখ।