যশোরের শার্শার নিজামপুর ইউনিয়নের কন্দপপুরে এক এসএসসি পরীক্ষার্থী গণধর্ষনের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ দুই ধর্ষনকারীকে গ্রেফতার করেছে।
বুধবার রাত ১১ টার দিকে এ ধর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় পরীক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী ধর্ষনকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।
ছাত্রীর বাবা জানায়, অসুস্থ্য স্ত্রীকে নিয়ে তিনি ও পরিবারের অনান্যরা সকলে ছিলেন হাসপাতালে। এ খবর জানতো প্রতিবেশি বড় নিজামপুর গ্রামের শাহাজান মল্লিকের ছেলে হাসান। এ সুযোগ কাজে লাগাতে সেও তার আরও চার বন্ধুকে নিয়ে রাতে মেয়ের ঘরে ঢুকে হত্যার হুমকি দেয়। পরে হাসান ও তার চার বন্ধু পালাক্রমে ধর্ষন করে। এসময় মেয়ের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষনকারী হাসান ও মাসুদ রানাকে ধরে। এসময় কৌশলে পালিয়ে যায় হাসানের বন্ধু নাসিম,নুরুজ্জামান ও সাকিব।
এদিকে এসএসসি পরীক্ষার্থীর সাথে এমন আচারনে তার ভবিষ্যৎ নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা। ধর্ষনকারী এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, কিশোরীকে একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে।