14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

নিউজ ডেক্স
December 14, 2021 11:57 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, যশোর : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোর শহরের রায়পাড়াস্থ বদ্ধভূমি ও তৎসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে যশোরের প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

আজ সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় পাশে বধ্যভূমি স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধাঞ্জলি জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিপিবি, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথবাক্য পাঠ করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। এসময় রাষ্ট্র ও সমাজ থেকে একাত্তরের পরাজিত শক্তির মূল উৎপাটনে ঐক্যবদ্ধ থাকার শপথ করান সংগঠনের সিনিয়র সদস্য ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

http://www.anandalokfoundation.com/