স্পোর্টস ডেস্কঃ একের পর জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়া বার্সেলোনাকে এবার জয়ের হাসি হাসতে দেয়নি পুঁচকে লাস পালমাস। লা লিগায় ম্যাচটি ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয়েছে। বৃহস্পতিবার (০১ মার্চ) লা লিগায় প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। ম্যাচের ২১তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের ঠিক বাইরে আর্জেন্টাইন ফরোয়ার্ডই ফাউলের শিকার হয়েছিলেন।
৪৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জোনাথন কায়েরির সফল স্পট কিকে সমতায় ফেরে লাস পালমাস। গোলমুখে সের্হিও রবের্তোর বিরুদ্ধে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াসকে ফেলে দেয়ার অভিযোগে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
তারপর বল নিজেদের দখলে রেখে পালমাসের রক্ষণে একের পর এক আক্রমণ করে যায় বার্সেলোনা। কিন্তু জয়ের জন্য কাঙ্ক্ষিত গোল অদেখাই থেকে গেলো। প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে ব্যর্থ হলেন মেসি-সুয়ারেসরা। শেষ বাঁশি বাজার পর সমতা নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হলো এরনেস্তো ভালভেরদের দল।
৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।