সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ নিজেকে বাবা লোকনাথ ব্রহ্মচারী পরিচয় দিয়ে স্বামীর মৃত্যু শংঙ্কা ও সংসারে অশান্তির কথা বলে বৃদ্ধার স্বর্ণালঙ্কার নিয়ে প্রতারকের পগার পার।
আশাশুনিতে ধর্মীয় লেবাছধারী প্রতারকের খপ্পরে পড়ে এক বৃদ্ধা ৩০ হাজার টাকার স্বর্ণালঙ্কার খুইয়েছেন। সদরের মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। মানিকখালী গ্রামের রামপদ সানার স্ত্রী গীতারানী সানা বুধবার বাড়িতে একা ছিলেন। বাড়ির সবাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। এসময় ৫০ বছরাধিক বয়সী এক ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে থলে হাতে নিজেকে বাবা লোকনাথ ব্রহ্মচারী পরিচয় দিয়ে সেখানে গিয়ে ওঠে।
স্বামীর মৃত্যু শংঙ্কা, ছেলের আয়ের টাকা অপব্যয় হচ্ছে ও বাড়ির সুখশান্তি নষ্ট হচ্ছে এমন কথা বলে, এরথেকে রক্ষার জন্য নানান কথা বলতে থাকে। এরপর ধর্মীয় কর্ম করতে থাকে। একপর্যায়ে স্বর্ণ ধোয়া পানি লাগবে বলে জানালে, বৃদ্ধা তার কানের দুল খুলে দেন। দুল পানির পাত্রে চুপিয়ে সামনে এনে রাখা হয়। পেয়ার পাতায় পানি দিয়ে তা খাওয়ানো হয়। এরপর বৃদ্ধাকে চোখ বন্ধ করে প্রার্থনা করতে বলা হয়।
চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করলে এসুযোগে প্রতারক স্বর্ণালঙ্কার উঠিয়ে লুকিয়ে ফেলে এবং দু’টি কয়েন ১০ টাকার নোটে মুড়িয়ে বৃদ্ধার হাতে দিয়ে বলে ৩দিন পর মোড়ক খুলে অলঙ্কার ব্যবহার করলে সকল সমস্যা দূর হয়ে যাবে। এজন্য তাকে কোন টাকা দিতে হবে না, ধুপপাতা কিনে দিলে হবে। বলে বৃদ্ধাকে নিয়ে সামনের দোকানে যায়। বৃদ্ধা ফিরে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন ফিরে এসে ঘটনা জানতে পারে। উক্ত প্রতারক এলাকায় আরো কয়েকটি স্থানে প্রতারনার চেষ্টা করেছে বলে জানাগেছে।